Trust Chairman

ট্রাস্ট চেয়ারম্যানের বাণীঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিপ্লব আজ সকল মানুষের জীবনে প্রভাব বিস্তার করে চলেছে। বিদ্যালয় ও সমাজের সম্পর্ক বিষয়ে ধারণার পরির্তন ঘটেছে, তার ফলে জনগণের জীবনমান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই সমাজ পরিবর্তনের হাতিয়ার নতুন জ্ঞানের উদ্ভব ঘটেছে। সে সব জ্ঞান ও আর তার প্রয়োগ ছড়িয়ে পড়ছে। সারা পৃথিবী জুড়ে। সমস্ত আশা-আকাঙ্খা, সংশয় বেদনাকে পকাশ উপলব্দির স্থান। সর্বক্ষেত্রে আধুনিক জীবন যাত্রার মান উন্নয়নের সাথে সংগতি রেখে আমাদের শিশুকে আলোকিত ও সতিকার জীবনবোধে উদ্ভুদ্ধ করার মহান লক্ষ্যকে সামনে নিয়েই তাই ১৯৯৮ সালে আমরা প্রতিষ্ঠা করি চিটাগাং আইডিয়্যাল হাই স্কুল।আমরা আমাদের লক্ষ্য পূরেণর যে বিষয়গুলোর উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছি। তা হল- দূরদৃষ্টি (vision), বিভিন্ন কাজের জন্য গ্রহণযোগ্য কৌশল (strategy), কাঙ্খিত লক্ষ্যে পৌছার জন্য গভীর অনুভূতি (outrageous goals), সুষম ও সুন্দর একটি দল (a harmonious team), দৈনন্দিন কাজ ব্যবস্থাপনার কার্যকরি প্রক্রিয়া, ইতাদির ওপর।প্রাথমিক শিক্ষা শুধু যে প্রতিটি শিশুর মানবিক গুণাবলী অর্জনের জন্যই প্রয়োজন তা নয়, বুনিয়াদি শিক্ষা একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্যও একটি আবশ্যকায় পূর্বশর্ত। তাই আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে শিশুদেরকে শিক্ষা মনোবিজ্ঞানের নীতির আলোকে গুরুত্ব সহকারে পাঠদানে সচেষ্ট আছি। আমরা বিশ্বাস করি শিশুকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে তার জন্য যথাযথ ও যুগোপযোগী শিক্ষা এবং পরিচর্যার ব্যবস্থা করা। প্রয়োজন।প্রাথমিক শিক্ষা শুধু যে প্রতিটি শিশুর মানবিক গুণাবলী অর্জনের জন্যই প্রয়োজন তা নয়, বুনিয়াদি শিক্ষা একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্যও একটি আবশ্যকায় পূর্বশর্ত। তাই আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে শিশুদেরকে শিক্ষা মনোবিজ্ঞানের নীতির আলোকে গুরুত্ব সহকারে পাঠদানে সচেষ্ট আছি। আমরা বিশ্বাস করি শিশুকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে তার জন্য যথাযথ ও যুগোপযোগী শিক্ষা এবং পরিচর্যার ব্যবস্থা করা। প্রয়োজন।আসলে শিক্ষার মান উন্নয়ন প্রচেষ্টা বিচ্ছিন্ন কোন প্রকিয়া নয় বা কোন একটি একক উপাদানের উন্নয়নের মাধ্যমেও তা সম্ভব নয়। তাই আমরা শুরু থেকে প্রতিষ্ঠানের মানোন্নয়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী, শিখন-শিক্ষণ, প্রয়োজনীয় পরিবেশ এবং ধারাবাহিক পরিবীক্ষণ প্রতিটি বিষয়ের উপর বিশেষভাবে লক্ষ্য রেখেছি। তাই পতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলে মেধা এবং শ্রম দিয়ে শিখন-শিক্ষণ প্রক্রিয়া সতেজ এবং মিথষ্কিয়াপূর্ণ রাখতে সচেষ্ট আছেন। আমি মনে করি প্রতিষ্ঠানের সাথে সকলের গভীর সম্পৃক্ততা এবং সকলের একই দূরদৃষ্টি ও প্রতিজ্ঞা অবাহত থাকবে।আমরা চাই শিক্ষার্থীদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করতে। শুধু মুখস্থ নিভরতা নয়, বরং তাদের সৃজনশীলতার বিকাশ হোক এটাই আমাদের প্রত্যাশা। আমরা তাই কোন বিষয়ে শিক্ষার্থীর শিখন অগ্রগতি বা কৃতিত্ব, বুদ্ধির বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ ক্ষমতা ও প্রবণতা ইতাদির ওপর জোর দিয়ে থাকি।সুষ্ঠু সামাজিক পরিস্থিতি, সুসংগঠিত জীবন, শান্তিপূর্ণ পরিবেশ ও সমৃদ্ধ জীবনের জন্য নৈতিক শিক্ষার পরিচর্যা, অনুশীলন ও প্রয়োগের কোন বিকল্প নেই। বরং পরিপূর্ণ জীবন নিশ্চিত করতে অপরিহার্য শর্ত হলো নৈতিক শিক্ষা। তাই আমরা সামাজিক মূল্যবোধ অর্জনে ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করে থাকি। মানুষে মানুষে মৈত্রী সৌহার্দ ও প্রীতি এবং মানবিক মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনে আমাদের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে, জাতির ঐতিহ্যে গর্ববোধ করবে সেটাই চাওয়া।প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য কর্মকালীন সঞ্জীবনী প্রশিক্ষণের ব্যবস্থা করছি। পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য কর্মকালীন সঞ্জীবনী প্রশিক্ষণের ব্যবস্থা করছি। মানসম্পন্ন শিক্ষাদানের জন্য দক্ষ ও যোগ্য শিক্ষকের কোন বিকল্প নেই।পরিশেষে প্রত্যেকটি মানুষ যাতে স্ব স্ব প্রতিভা ও প্রবণতা অনুযায়ী সমাজ জীবন ও ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে সৃজনশীল ক্ষমতা নিয়ে অগ্রসর হতে পারে, শিক্ষা ব্যবস্থাকে তার বাহন হিসেবে ব্যবহার করতে পারে, আজ আমরা প্রাঙ্গনে যার ভীর চরণধ্বনি উত্তরকালে পৃথিবীর বুকে তারই যেন হয় দৃপ্ত পদচারণা- এটাই প্রার্থনা।
-
** কেজি-১ এবং কেজি-২ এর অপেক্ষমান তালিকা হতে নির্বাচিত ছাত্র-ছাত্রীর তালিকা **
.....
Dt: 2025-12-09 Details
-
**ভর্তি সংক্রান্ত নোটিশ (সংশোধনী)**
.....
Dt: 2025-12-07 Details
| « | December 2025 | » | ||||
| Sat | Sun | Mon | Tue | Wed | Thu | Fri |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
.....
.....